মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

খালেদার মুক্তি দাবিতে বিক্ষোভ

বরিশালে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষাভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল বেলা সাড়ে ১১টায় সংগঠনের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়। কাকরাইল থেকে শুরু হয়ে মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

এ দিকে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে সুপ্রিম কোর্টে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশে আইনজীবী ফোরামের নেতারা বক্তব্য রাখেন। এ সময় তারা খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দাবি করেন। তারা বলেন, সরকার জোর করে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। গত ৫ তারিখে আদালতে  কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ জন্য তারা সরকারদলীয় আইনজীবীদের আচরণকে দায়ী করেন। বরিশালে পুলিশের বাধা : নিজস্ব প্রতিবেদক, বরিশাল জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ শেষে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল দুপুর ১টায় আদালতপাড়ায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তন চত্বরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আলী হায়দার বাবুল। সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আলী আহমেদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, অ্যাডভোকেট হাফিজ আহমদ বাবলু ও অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন।

ঘোষককে রাজাকার বলা হয় : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন, যে দেশের ‘স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি’ জিয়াউর রহমানকে রাজাকার বলা হয়, সে দেশের একজন মুক্তিযোদ্ধা হয়েও নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিতে ঘৃণা হয়।

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা ১১টায় বরিশাল নগরের সদর রোডে দলীয় কার্যালয় চত্বরে মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 

সর্বশেষ খবর