মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

মার্চের মধ্যে ঢাকায় নামবে ছয় কোম্পানির বাস

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ছয়টি কোম্পানির অধীনে বাস নামানোর বিষয়ে আগামী মার্চের মধ্যেই একটি সিদ্ধান্তে আসবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। এ মাসের শেষ সপ্তাহে সদরঘাট থেকে ডেমরা হয়ে রামপুরা পর্যন্ত চক্রাকার বাস চালু হবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল রাজধানীর নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, আগামী মার্চে গণপরিবহনে শৃঙ্খলা আনার বিষয়টি দৃশ্যমান হবে। এই মাসের শেষের দিকে ঢাকার বাস কোম্পানিগুলোর মালিকদের সঙ্গে বৈঠকে হবে। সেখানে বাস রুট ফ্র্যাঞ্চাইজির বিষয়ে সিদ্ধান্ত আসবে। আশা করছি আগামী মার্চের মধ্যেই ঢাকা শহরে ছয়টি কোম্পানির অধীনে ২২টি রুটে বাস চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব। মার্চে কিছু রুটে পরীক্ষামূলকভাবে বাস চালাতে পারব। সদরঘাট-রামপুরা চক্রাকার বাস সেবার বিষয়ে তিনি বলেন, বাসগুলো সদরঘাট থেকে ছেড়ে ধোলাইখাল, যাত্রাবাড়ী, ডেমরার স্টাফ কোয়ার্টার হয়ে রামপুরা পর্যন্ত যাবে। একইভাবে রামপুরা থেকে সদরঘাট পর্যন্ত চলবে। সভায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মফিজ উদ্দিন আহমেদ, বিআরটিএর চেয়ারম্যান মো. কামরুল আহসান, বিআরটিসির চেয়ারম্যান মো. এহছানে এলাহী, গণপরিবহন বিশেষজ্ঞ এস এম সালেহ উদ্দিন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ ইমদাদুল হক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর