শিরোনাম
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আমার নাম কেউ মুছে ফেলতে পারেনি : আমু

ঝালকাঠি প্রতিনিধি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, ‘কাজের পরিচয় হচ্ছে বড় পরিচয়, পদের পরিচয় নয়। কাজ করলে কাউকে দাবিয়ে রাখা যায় না। বড় পদও লাগে না। আমি তার উদাহরণ। আমি বিভিন্ন সময় এমপি হয়েছি, আবার হইনি।    দলের বিভিন্ন পদে ছিলাম, আবার ছিলাম না। মন্ত্রী হয়েছি আবার হইনি। কিন্তু তারপরও আমার নাম কেউ মুছে ফেলতে পারেনি। আমার কাজই তার কারণ। ঝালকাঠি শহরের মুক্তমঞ্চে গতকাল দুপুরে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু নেতা-কর্মীদের উদ্দেশ করে বলেন, যারা সম্মেলনে পদ পাবেন না তাদের অসন্তোষের কোনো কারণ নেই। সবাইকে নিয়ে কাজ করতে আহ্বান জানান আমির হোসেন আমু। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ হাওলাদারের সভাপতিত্বে সম্মেলনে জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে আবদুর রশিদ হাওলাদারকে দ্বিতীয়বারের মতো সভাপতি এবং পৌর কাউন্সিলর হাফিজ আল মাহামুদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদ ও সদস্যের নাম পরে সমন্বয় করা হবে বলে দলীয়ভাবে জানানো হয়েছে। এ সময় অন্যদের মধ্যে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নলছিটি উপজেলা  চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সহসভাপতি সালাউদ্দিন আহমেদ সালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাসন্ডা ইউপি চেয়ারম্যান মোবারেক হোসেন মল্লিক, সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর