বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
চট্টগ্রাম ৮ উপনির্বাচন

সরগরম হচ্ছে ভোটের মাঠ

মনোনয়ন জমা দিলেন বিএনপি নেতা আবু সুফিয়ান, লড়বেন মোরশেদ খানও

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও, বায়েজিদ ও পাঁচলাইশ) সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। গতকাল বিকালে নগরীর লাভলেইনস্থ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলার বিএনপির সিনিয়র নেতারা। চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্রভাবে লড়ছেন প্রবীণ রাজনীতিবিদ মোরশেদ খান। ইতিমধ্যে তিনি তার প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ শেষদিনে তিনি চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেবেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। প্রবীণ এই রাজনীতিক দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন। বিগত একাদশ জাতীয় নির্বাচনে তিনি অংশ নেননি। মোরশেদ খান দীর্ঘদিন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি বিএনপির  ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান সম্প্রতি বিএনপি থেকে পদত্যাগ করেছেন। ইতিমধ্যে চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনের এমপি জাসদ নেতা মঈনুদ্দীন খান বাদল মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়। এই শূন্য আসনের উপ-নির্বাচনে লড়ার জন্য শেষমেশ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মোর্শেদ খান লড়তে যাচ্ছেন। এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়েছে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনকে। ফলে এই আসন থেকে অতীতে কয়েক বারের নির্বাচিত সংসদ সদস্য মোর্শেদ খান স্বতন্ত্রভাবে নির্বাচন করলে হাড্ডাহাড্ডি লড়াই হবে। মোর্শেদ খানের মনোনয়ন ফরম সংগ্রহের খবরে বিএনপির দুর্গে দুশ্চিন্তা দেখা দিয়েছে। কারণ আবু সুফিয়ান বিএনপির প্রার্থী। তবে তার বাড়ি বোয়ালখালী নয়, চকরিয়ায়। কিন্তু মোর্শেদ খানের জন্মস্থান বোয়ালখালী হওয়াতে তার জয়লাভের সম্ভাবনার কথাই ভাবছেন স্থানীয়রা। ফলে আসনটিতে উপ-নির্বাচন হলেও একটি পূর্ণাঙ্গ নির্বাচনের আবহ তৈরি হবে। জাপার প্রার্থী বাবলু : উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। গতকাল পার্টির ঢাকার বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার নাম ঘোষণা করেন জাপা চেয়ারম্যান জি এম কাদের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর