বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

খালেদা জিয়াকে নিয়ে ভিন্ন রিপোর্ট যাচ্ছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের যে রিপোর্ট দিয়েছেন তা সরিয়ে ভিন্ন রিপোর্ট আদালতে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ডের রিপোর্ট চাওয়া হয়েছে সেই রিপোর্ট এখন পর্যন্ত আসেনি। আমরা যেটুকু  জানতে পেরেছি, বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে যে রিপোর্ট দিয়েছিলেন, সেই রিপোর্টটি সরিয়ে ফেলে অন্য কোনো রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অত্যন্ত সচেতনভাবে দেশনেত্রীকে বেআইনিভাবে কারাগারে আটক রাখার জন্য সরকার কাজ করছে। গতকাল গুলশানের একটি হোটেলে গোলটেবিল বৈঠকে দেওয়া বক্তব্যে এ আশঙ্কা ব্যক্ত করেন তিনি। এদিকে নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান বেগম খালেদা জিয়া চরম অসুস্থতায় ভুগছেন জানিয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখার নেতারা বলেছেন, বেগম খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করা হচ্ছে। তাকে ধীরে ধীরে পঙ্গুত্বের দিকে ঠেলে দিচ্ছে সরকার। গতকাল চট্টগ্রামে সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন।

সর্বশেষ খবর