বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডিজিটাল ওয়ার্ডের অঙ্গীকার

মোস্তফা কাজল

ডিজিটাল ওয়ার্ডের অঙ্গীকার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা নাগরিক দুর্ভোগ ও নানা প্রতিবন্ধকতা দূর করে ওয়ার্ডকে ডিজিটাল ওয়ার্ডে সাজাতে চান। এ জন্য তারা খেলার মাঠ, পার্ক, পাবলিক টয়লেট, কমিউনিটি সেন্টার, কবরস্থান, গণপাঠাগার ও স্বাস্থ্য কেন্দ্র করার প্রতিশ্রুতি দিচ্ছেন। ৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা হলেন- বর্তমান কাউন্সিলর ও রূপনগর থানা আওয়ামী লীগ সভাপতি হাজী মো. রজ্জব হোসেন, রূপনগর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, পল্লবী থানা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম মন্টু এবং ব্যবসায়ী ও ক্রীড়া  সংগঠক রাহাদুল ইসলাম ভূঁইয়া (রিপন)। মিরপুর ৬ নম্বর সি, ডি, ই ও ট ব্লক, বালুর মাঠ, মিরপুর ৭, পশ্চিম ঝিলপাড়, আরামবাগ, মল্লিকা, আরিফাবাদ, ছায়ানীড়, বর্ধিত পল্লবী, হারুনাবাদ, আলুব্দী, নুরানি হাউজিং, দোয়ারিপাড়া, ইস্টার্ন হাউজিং, রূপনগর টিনশেড এলাকা নিয়ে ৬ নম্বর ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডের আয়তন প্রায় তিন বর্গকিলোমিটার। ৫ লাখ জনসংখ্যা অধ্যুষিত এ ওয়ার্ডেও ভোটার ১ লাখ ২০ হাজার। ওয়ার্ডের ইস্টার্ন হাউজিং এলাকার বেশির ভাগ সড়ক চলাচলের অনুপযোগী। সম্প্রতি এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন হওয়ায় ওই এলাকার বাসিন্দারা বেহাল সড়কের দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছেন। এখানে বেশ কয়েকটি বড় বড় বস্তি থাকায় মাদক কারবারীরা নিরাপদ আশ্রয় হিসেবে এটিকে ব্যবহার করছে। বর্তমান কাউন্সিলর হাজী রজ্জব হোসেন বলেন, সবচেয়ে বেশি উন্নয়ন এ ওয়ার্ডে হয়েছে। স্থানীয় এমপির সহযোগিতায় খাল দখলমুক্ত করে জলাবদ্ধতা নিরসন করেছি। বিএনপি নেতা শেখ হাবিবুর রহমান বলেন, নির্বাচিত হলে সততার সঙ্গে দায়িত্ব পালন করব। রাজনীতি করার পাশাপাশি সামাজিকভাবেও চেষ্টা করেছি এলাকাবাসীর বিভিন্ন সমস্যার সমাধান করার। রাহাদুল ইসলাম ভূঁইয়া (রিপন) বলেন, দল আমাকে মননোয়ন দিলে এবং ভোটে নির্বাচিত হলে দোয়ারিপাড়া, ইস্টার্ন হাউজিং এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করব। পল্লবী থানা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম মন্টু বলেন, নির্বাচিত হলে আধুনিক মডেল ওয়ার্ড প্রতিষ্ঠা করব।

সর্বশেষ খবর