বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভূমিতে লটারির মাধ্যমে বদলি

নিজস্ব প্রতিবেদক

তদবির বাণিজ্য রুখতে অধীন সব দফতরে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম চালু করেছে ভূমি মন্ত্রণালয়। গতকাল ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কার্যক্রম উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এ সময় সার্ভেয়ার ও সমমানের পদ (৩য় শ্রেণি) থেকে কানুনগো/উপসহকারী সেটেলমেন্ট অফিসার (২য়  শ্রেণি) পদে ৫৪৮ জন পদোন্নতিপ্রাপ্ত গণকর্মচারীর নতুন কর্মক্ষেত্রের ঠিকানা নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে। মন্ত্রী বলেন, আমরা এমন কিছু করতে  চাচ্ছি যেন পদায়ন, বদলি ও অন্যান্য দাফতরিক কার্যক্রম প্রক্রিয়ায় প্রশ্নাতীত স্বচ্ছতা থাকে। অনেক সময় এমন জায়গা থেকে তদবির আসে যে আমাদের বিব্রত হতে হয়।

 তদবির বাণিজ্য ও এ সম্পর্কিত দুর্নীতি রোধ করতে লটারির মাধ্যমে পদায়ন ও বদলি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ ছাড়া বিভাগীয় অভিযোগে সাজাপ্রাপ্তদের পদোন্নতির জন্য বিবেচনা করা হয়নি বলে জানান তিনি। অনুষ্ঠানে ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী স্বচ্ছ বাক্স থেকে লটারির মাধ্যমে দশজন নতুন পদোন্নতিপ্রাপ্ত গণকর্মচারীর কর্মক্ষেত্রের ঠিকানা তুলে এ বদলি কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ভূমি সচিব বাকি পদোন্নতিপ্রাপ্ত ব্যক্তির কর্মক্ষেত্রের ঠিকানা লটারির মাধ্যমে তুলে একে একে সবার বদলি ঘোষণা করেন।

সর্বশেষ খবর