বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ক্রেতা নেই টিসিবির পিয়াজের ট্রাকে!

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় এখন দিনের পাশাপাশি রাতেও ৪৫ টাকা দরে পিয়াজ বিক্রি করছে টিসিবি। অফিস ফেরত কর্মজীবীরা ট্রাক থেকে পিয়াজ সংগ্রহ করছেন। এর আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর ছয়টি পয়েন্টে প্রায় ৩৬ হাজার কেজি পিয়াজ বিক্রি করা হচ্ছে।  জানা যায়, সকালের দিকে আগ্রহীরা ট্রাকের সামনে লাইন দিয়ে পিয়াজ কিনলেও দুপুরের পর থেকে ক্রেতা কমতে থাকে। ফলে ডিলারদের বরাদ্দকৃত পিয়াজ বিক্রি করতে অপেক্ষা করতে হয় রাত ৮-৯টা পর্যন্ত। এদিকে খুলনা মহানগরীর পাশাপাশি দক্ষিণাঞ্চলের ১২টি জেলা ও ৩টি উপজেলায় পিয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। এতে চাহিদা কমছে পিয়াজের। একই সঙ্গে বাজারে কমতে শুরু করেছে পিয়াজের দাম। গতকাল খুলনার শেখপাড়া, নিউমার্কেট, সান্ধ্যা বাজার ও জোড়াকল বাজারে প্রতিকেজি দেশি পিয়াজ ৭০-৮০ টাকা দরে বিক্রি হয়েছে। আমদানিকৃত পুরাতন পিয়াজ বিক্রি হয়েছে ৯০-১০০ টাকায়।

সর্বশেষ খবর