শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুই জোটই একক প্রার্থী নিয়ে অভিন্ন সমস্যায়

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে নির্বাচনী হিসাব-নিকাশ। মনোনয়ন জমা দেওয়ার পর দুই প্রধান জোটেই চলছে নানান সমীকরণ। আওয়ামী লীগ ও বিএনপির নিজ নিজ দল থেকে মনোনয়ন দেওয়ার পাশাপাশি জোট শরিক অন্য দলের নেতারাও জমা দিয়েছে মনোনয়নপত্র। তাই দুই জোটের প্রার্থীই অভিন্ন সমস্যায় তাকিয়ে আছেন কেন্দ্রের দিকে। আওয়ামী লীগের শরিক বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদলের এ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় দক্ষিণ জেলা সভাপতি মোছলেম উদ্দিন খানকে। কিন্তু মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন আহমেদ বাবলু শেষ মুহূর্তে মনোনয়নপত্র জমা দিয়ে জমিয়ে দিয়েছেন মনোনয়ন যুদ্ধ। তাই শেষ মুহূর্তে মহাজোট থেকে একক প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হবে- তা নির্ভর করছে কেন্দ্রের উপর। মহাজোটের এক নেতা বলেন, ‘এ উপ-নির্বাচনে জোটগতভাবে নির্বাচন হবে কি না- তার ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত   নেওয়া হয়নি। গত বৃহস্পতিবার জিয়াউদ্দিন বাবুল মনোনয়নপত্র জমা দিয়েই মহাজোটের একক প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে জোট শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। মহাজোটের মতো অভিন্ন সমস্যায় রয়েছে বিএনপির নেতৃত্বধীন জোট। এ আসনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানকে। কিন্তু শেষ মুহূর্তে গণফোরামের উত্তম কুমার চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়ে ঘোলাটে করেছেন পরিস্থিতি। জাসদ কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুর পর চট্টগ্রাম-৮ আসন শূন্য ঘোষণা করা হয়। আগামী ১৩ জানুয়ারি এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির জিয়া উদ্দিন বাবলু, আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ, বিএনপির আবু সুফিয়ান, ন্যাপের বাপন দাশগুপ্ত, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্টের ফরিদুল আলম, গণফোরামের উত্তম কুমার চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর