শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

জাতীয় পর্যায়ে বিজয়ফুল প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাংস্কৃতিক প্রতিবেদক

জাতীয় পর্যায়ে বিজয়ফুল প্রতিযোগিতা অনুষ্ঠিত

চলছে বিজয়ের মাস ডিসেম্বর। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ নির্যাতিতা নারীর সম্ভ্রমের বিনিময়ে এ ডিসেম্বরেই বিজয় ছিনিয়ে এনেছে বাঙালি জাতি। আর এই বিজয়ের প্রতীক জাতীয় ফুল শাপলা। নদীমাতৃক বাংলাদেশের জলাশয়ে ভেসে থাকা দেশের এই জাতীয় ফুলটি নিয়ে দেশব্যাপী শুরু হয়েছে বিজয়ফুল প্রতিযোগিতা। বিজয়ের ৪৮তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর প্রত্যয়ে দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতা। ছয়টি পাপড়ি ও একটি কলিসহ সাত ভাগে বিভক্ত ফুলটি স্মরণ করিয়ে দিচ্ছে স্বাধীনতার মহান স্থপতির ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের কথা। ছয়টি পাপড়ি স্মরণ করিয়ে দিচ্ছে বঙ্গবন্ধুর ৬ দফার কথা। এই বিজয়ফুল তৈরির সঙ্গে প্রতিযোগীদের সৃজনশীলতা বিকাশে যুক্ত হয়েছে মুক্তিযুদ্ধনির্ভর গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, চলচ্চিত্র নির্মাণ এবং দেশাত্মবোধক ও জাতীয় সংগীত প্রতিযোগিতাসহ আরও সাতটি বিষয়। জেলা-উপজেলার প্রতিযোগিতা শেষে গতকাল শিল্পকলা     একাডেমিতে অনুষ্ঠিত হলো জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত প্রতিযোগিতা বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। সকালে একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন হয়। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সংস্কৃতি সচিব মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

 স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব মো. মোকাম্মেল হোসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর