শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশের গণতন্ত্র এখন কারাবন্দী : দুলু

নাটোর প্রতিনিধি

বাংলাদেশের গণতন্ত্র এখন ‘কারাবন্দী’ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, এ দেশে গণতন্ত্রের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন কারাগারে। তাই দেশের গণতন্ত্রও কারাবন্দী। বেগম জিয়াকে মুক্ত করতে হলে একমাত্র উপায় হচ্ছে রাজপথ উত্তপ্ত করা। যত দিন রাজপথ উত্তপ্ত না হবে, তত দিন খালেদা জিয়াকে শুধু আইনি প্রক্রিয়ায় মুক্ত করা যাবে না। তাকে মুক্ত করতে হলে আন্দোলনের  বিকল্প নেই। গতকাল সকালে  নাটোরের   লালপুর উপজেলা বিএনপি আয়োজিত গৌরিপুরে  এক সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশীদ পাপ্পুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি বাবুল আহমেদ, সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের সহধর্মিণী অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন, জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা রুহুল আমিন টগর, ফরহাদ আলী দেওয়ান শাহীন, বাবুল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর