শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামকে ক্লিন-গ্রিন সিটি করতে বায়ুদূষণ নিয়ন্ত্রণ জরুরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরকে ক্লিন ও গ্রিন সিটি করতে বায়ু দূষণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এর কোনো বিকল্প নেই। কারণ ঢাকার মতো দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম নগরও বর্ষাকালে পানিতে তলিয়ে যায়, শীতকালে ধুলাবালি, শিল্পবর্জ্য, পাহাড় কাটায় মাটি ক্ষয়, কলকারখানার কালো ধোঁয়ায় ক্রমাগত বায়ু দূষণে বাতাস বিষাক্ত হয়ে ওঠে। ফলে ক্রমশ বসবাস অনুপযোগী হয়ে পড়ছে এ নগর। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম ও আমেরিকান  কর্নারের যৌথ উদ্যোগে ‘পেতে হলে সুস্থ জীবন-রুখতে হবে বায়ু দূষণ’ শীর্ষক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান এতে সভাপতিত্ব করেন।

 ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকুর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক শাহাব উদ্দীন, বিএড কলেজের অধ্যাপক শামশুদ্দিন শিশির, লেডিস ক্লাবের জিনাত আজম, ইনার হুইল ক্লাবের রেবেকা নাহরিন, চট্টগ্রাম উইমেন চেম্বারের খালেদা আওয়াল, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, ক্যাব জামাল খানের নবুয়াত আরা সিদ্দিকী, অ্যাডভোকেট সুচিত্রা গুহ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর