শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের চলচ্চিত্র উৎসব কাল শুরু

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল থেকে রাজধানীতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের চলচ্চিত্র উৎসব। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে শুরু হতে যাওয়া এ উৎসবের আয়োজন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। যার শিরোনাম ‘ইভ্যালি সেলুলয়েডে ’৭১’। প্রদর্শিত হবে সাতটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও কয়েকটি প্রামাণ্যচিত্র।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ উৎসবের বিস্তারিত তুলে ধরেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক দিলদার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এস এস কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা শওকত হোসেন মিয়া, চলচ্চিত্রকার দেওয়ান নজরুল, পৃষ্ঠপোষক সংস্থা ইভ্যালির জ্যেষ্ঠ ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন আকাশ, ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার সকাল সাড়ে ৯টায় উৎসবের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

উৎসবে প্রদর্শিত হবে সাতটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সেগুলো হলো চাষী নজরুল ইসলামের ‘ওরা ১১ জন’, সুভাষ দত্তের ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল’, আলমগীর কুমকুমের ‘আমার জন্মভূমি’, হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমনি’, নাসিরউদ্দিন ইউসুফের ‘গেরিলা’ এবং তৌকির আহমেদের ‘জয়যাত্রা’। এ ছাড়াও প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’, ‘সেই রাতের কথা বলতে এসেছি’, ‘দেশে আগমন’, ‘একজন মুক্তিযোদ্ধা’ ও ‘নট এ পেনি নট এ গান’। এ ছাড়াও উদ্বোধনী প্রদর্শনী হবে দিলদার হোসেনের ‘দহলবেলা’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর