রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজাকারের তালিকা প্রকাশ আজ

বিশেষ প্রতিনিধি

মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকারদের একটি তালিকা আজ প্রকাশ করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রাথমিকভাবে এই তালিকায় দালাল আইনের মামলার আসামিসহ প্রায় ১২ হাজার ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রবিবার দুপুরে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, স্বাধীনতার বিরোধিতাকারী রাজাকারদের নাম, পরিচয় ও ভূমিকা সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোর জন্যই তালিকা প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে ১২ হাজার রাজাকারের নাম ও তথ্যাদি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পর্যায়ক্রমে অন্য রাজাকারদের নামও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সর্বশেষ খবর