রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

নাগরিক সেবা নিশ্চিতই চ্যালেঞ্জ

মাহবুব মমতাজী

নাগরিক সেবা নিশ্চিতই চ্যালেঞ্জ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন ওয়ার্ড ৬৬। এটি পুরনো ৭ নম্বর ওয়ার্ডের অংশ, বামৈল, ডগাইর (পূর্ব) পুরনো ৮ নম্বর ওয়ার্ডের অংশ এবং ডগাইর পশ্চিম পাড়া নিয়ে গঠিত। এ এলাকার প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে, ধূলি ধুসরিত অপরিচ্ছন্ন পরিবেশ, মাদক আর মশা। সিটি করপোরেশনের নির্বচনকে সামনে রেখে নানা প্রতিশ্রুতি দেওয়া শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এখন পর্যন্ত প্রার্থী হওয়ার দৌড়ে আওয়ামী লীগের একাধিক এবং বিএনপির একজনের নাম আলোচনায় এসেছে। স্বতন্ত্র হিসেবে বর্তমান কাউন্সিলরও তার অসমাপ্ত কাজ শেষ করতে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। ইউনিয়ন থেকে নগর হওয়া এই ওয়ার্ডটিতে পরিপূর্ণ নাগরিক সেবা নিশ্চিত করাই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা।

এলাকাবাসী জানান, জলাবদ্ধ ময়লা পানিতে এলাকায় রোগের প্রকোপ বাড়ে। বৃষ্টিতে এসব এলাকার অধিকাংশ শৌচাগার পানিতে তলিয়ে যায়। বিভিন্ন কারখানার রাসায়নিক পানি মিশেছে। কালো দুর্গন্ধযুক্ত এসব পানিতে চর্মরোগে আক্রান্ত হয়েছেন অনেকে। অধিকাংশ জায়গায় এখনো গড়ে ওঠেনি স্যুয়ারেজ ব্যবস্থাপনা। স্থানীয় রাসেল আহমেদ জানান, অধিকাংশ খাল ময়লা-আবর্জনায় ভরাট থাকায় অতিরিক্ত বৃষ্টি হলে পানি সরতে পারে না। বিএনপির পক্ষ থেকে মনোনয়নপ্রত্যাশী আকবর হোসেন ভূঁইয়া নান্টু। তিনি বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক এবং ডেমরা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি। তিনি বলেন, আমার প্রত্যাশা আবাসিক এলাকা থেকে কারখানা স্থানান্তর করা। এলাকায় মাদকের উৎপাত বেশি, এটি শক্ত হাতে নির্মূল করব। মশা নিধনের জন্য জলাশয়গুলো পরিষ্কার রাখব। আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী আবদুল মালেক মালু। তিনি সাবেক সারুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। বর্তমানে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। তিনি বলেন, এই এলাকার প্রধান সমস্যা ধুলা। এটি নিরসনের জন্য দুই ধাপে পদক্ষেপ নেব। আওয়ামী লীগ থেকে আরেক মনোনয়নপ্রত্যাশী মো. হানিফ তালুকদার বলেন, মাদক সমস্যা নিরসনে আমি ব্যক্তি উদ্যোগে অনেক কাজ করেছি। এলাকায় ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। আমি কাউন্সিলর হতে পারলে সেটি করার পদক্ষেপ নেব। এলাকাবাসীর অভিযোগ, এখানে একটি মাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বামৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের চাপ থাকায় এখানকার অধ্যক্ষ ও কমিটির সদস্যরা বিদ্যালয়টিকে ঘিরে নানা বাণিজ্য করে। শিক্ষার্থীদের বিকালে কোচিং করতে বাধ্য করা হয়। ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরউদ্দিন মিয়া বলেন, আমার নির্বাচিত হওয়ার বয়স ৯ মাসের মতো। এই অল্প সময়ে তেমন উন্নয়নমূলক কাজ হাতে নিতে পারিনি। তবে ৫ মাস নিজের টাকায় মশা মারা ওষুধ ছিটিয়েছি। সিটি করপোরেশন থেকে কোনো ওষুধ কিংবা মেশিন আমি পাইনি। এ ছাড়া প্রায় আড়াই কিলোমিটার রাস্তা পাকা করার জন্য নকশা জমা দিয়েছি।

সর্বশেষ খবর