সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
অসত্য তথ্য প্রকাশ

দৈনিক সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দ- কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করায় দৈনিক সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অসত্য সংবাদ প্রকাশ করায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর (নিবন্ধন শাখা) গতকাল এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়েছে। এ ছাড়া দৈনিক সংগ্রামের মিডিয়া তালিকাভুক্তি কেন বাতিল করা হবে না-তার ব্যাখ্যা চেয়ে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশককে কারণ দর্শানোর নোটিস দিয়েছে অধিদফতর। ঢাকা জেলা প্রশাসকের কাছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের পাঠানো চিঠিতে বলা হয়, ১২ ডিসেম্বর দৈনিক সংগ্রাম পত্রিকায় ‘শহীদ আবদুল কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী আজ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। যা সম্পূর্ণ অসত্য এবং মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের পরিপন্থী। অসত্য সংবাদ প্রকাশের কারণে এ অধিদফতর কারণ দর্শানোর নোটিস দিয়েছে।

চিঠিতে ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ)-১৯৭৩’ অনুযায়ী পত্রিকাটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। এর আগে পত্রিকার সম্পাদক ও প্রকাশককে তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর নোটিস দেয় অধিদফতর। নোটিসে বলা হয়েছে, ‘সংবাদপত্র ও সাময়িকীর মিডিয়া তালিকাভুক্তি এবং নিরীক্ষা নীতিমালা, ২০১৬’ অনুযায়ী অসত্য তথ্য প্রকাশ করলে মিডিয়া তালিকাভুক্তি বাতিলের বিধান রয়েছে।

সর্বশেষ খবর