সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সন্ত্রাস মাদক ও চাঁদাবাজি নির্মূলের অঙ্গীকার

মোস্তফা কাজল

সন্ত্রাস মাদক ও চাঁদাবাজি নির্মূলের অঙ্গীকার

ঢাকা উত্তর সিটির ৩নং ওয়ার্ড হবে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত। ডিএনসিসির এ এলাকার শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করতে চান সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। এ ওয়ার্ডের বড় চ্যালেঞ্জ জলাবদ্ধতা, অবৈধ দখল, সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজি নির্মূল করা। পাশাপাশি অন্যান্য সমস্যা দূর করে একটি আদর্শ ওয়ার্ড গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন বলে জানিয়েছেন মনোনয়নপ্রত্যাশীরা। ডিএনসিসির ৩নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা হলেন, বর্তমান কাউন্সিলর হাজী কাজী জহিরুল ইসলাম মানিক, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক  মো. মোফাজ্জল হোসেন, মহানগর উত্তর ছাত্রদলের সহ-সম্পাদক জুয়েল রানা ও সাবেক সহ-সভাপতি মো. জামাল হোসেন (বাপ্পি)। মিরপুর ১০, মিরপুর সাড়ে ১০, এভিনিউ ফাইভ ও প্যারিস রোড এলাকা নিয়ে ডিএনসিসির ৩নং ওয়ার্ড গঠিত। ঢাকা-১৬ আসনের অন্তর্ভুক্ত এ ওয়ার্ডের জনসংখ্যা প্রায় সোয়া ২ লাখ ও ভোটার সংখ্যা ৭৫ হাজার। জলাবদ্ধতা ও মাদকে নাকাল এ ওয়ার্ডের বাসিন্দারা। এ এলাকার ওয়াসার খাল দখল করে অবৈধ স্থাপনা ও বহুতল ভবন করা হয়েছে। এতে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে মিরপুর-১০, মিরপুর ১১সহ আশপাশের এলাকা। ওয়ার্ডের মূল সড়কসহ বড় কয়েকটি সড়কে দোকানপাট, বাজারসহ ভ্রাম্যমাণ চিকেন মার্কেট গড়ে উঠেছে। ১৩ নম্বর  সেকশনের হারমানমেইনার স্কুল সড়ক ও মন্দির সড়ক দখল করে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চিকেন মার্কেট বসে। ওয়ার্ডের একমাত্র কমিউনিটি  সেন্টার বেশ কয়েক বছর বেহাল রয়েছে। বর্তমান কাউন্সিলর হাজী জহিরুল ইসলাম মানিক বলেন, আগামীতে নির্বাচিত হলে অসমাপ্ত কাজ শেষ করে মডেল ওয়ার্ডে রূপান্তরিত করব। ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন বলেন, দল  থেকে যদি মনোনয়ন পাই এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন থাকে তাহলেই আমি নির্বাচন করব। নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়নসহ অবৈধ দখল, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন করব। জুয়েল রানা বলেন, যদি দল আমাকে সুযোগ দেয়, তাহলে নির্বাচন করব। নির্বাচিত হলে ওয়ার্ডের প্রতিটি অলিগলি পরিষ্কার-পরিচ্ছন্ন, জলাবদ্ধতা নিরসন, লোর মাঠ, কমিউনিটি সেন্টার, কবরস্থান, সিসি ক্যামরা স্থাপন, ফ্রি ওয়াইফাই জোন ও মাদক নির্মূল করব। মো. জামাল হোসেন (বাপ্পি) বলেন, রাজনীতি করার পাশাপাশি সামাজিকভাবেও চেষ্টা করেছি এলাকাবাসীর বিভিন্ন সমস্যার সমাধান করার। এ ওয়ার্ডে অনেক সমস্যা।

 নির্বাচিত হলে কমিউনিটি সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র, ডিজিটাল লাইব্রেরি, কবরস্থান, খেলার মাঠ, পার্ক, জলাবদ্ধতা নিরসন ও দখলমুক্ত একটি আদর্শ ওয়ার্ড উপহার দেব।

সর্বশেষ খবর