সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা জরুরি

কালের কণ্ঠে গোলটেবিল

নিজস্ব প্রতিবেদক

সচেতনতা ও সঠিক ব্যবস্থাপনা ক্যান্সার প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। ক্যান্সারসহ যে কোনো রোগ প্রতিরোধ করা গেলে চিকিৎসার প্রয়োজন কমে যায়। দেশে ক্যান্সার চিকিৎসা, ওষুধ ও প্রাতিষ্ঠানিক কাঠামো আগের তুলনায় অনেকটা এগিয়ে গেলেও পর্যাপ্ত নয়। গতকাল কালের কণ্ঠ ও ওরিয়ন ফার্মার আয়োজনে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের কনফারেন্স রুমে গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। কালের কণ্ঠ সম্পাদক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় ‘ক্যান্সার পরিস্থিতি : সচেতনতা ও চিকিৎসা ব্যবস্থাপনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মোয়াররফ হোসেন। শুরুতে  স্বাগত বক্তব্যে ইমদাদুল হক মিলন বলেন, ক্যান্সার রোগ হওয়ার অনেক কারণ আছে। এর মধ্যে ধূমপান, খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর জীবন-যাপন, সচেতনতার অভাব, সঠিক তথ্য না জানাসহ এই কারণগুলো বড় সমস্যা। প্রবন্ধ উপস্থাপনে মোয়াররফ হোসেন বলেন, বিশ্বব্যাপী রোগে-ভোগে মৃত্যুর দ্বিতীয় শীর্ষ কারণ হচ্ছে ক্যান্সার। প্রতি ছয়জনে একজন ক্যান্সারের কারণে মারা যান। স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলাম বলেন, চাহিদা অনুযায়ী স্বাস্থ্যসেবা দেওয়া বিশ্বব্যাপীই একটা বড় চ্যালেঞ্জ। আর আমাদের মতো কম আয়ের মানুষের দেশে এটা আরও বড় চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া বলেন, আমাদের দেশে রোগীর তুলনায় ডাক্তার খুবই কম। মাত্র ১২০ জন ক্যান্সার বিশেষজ্ঞ দিয়ে ক্যান্সার চিকিৎসায় আশানুরূপ চিকিৎসা সম্ভব নয়। এই খাতে বিশেষজ্ঞ বাড়ানোর বিকল্প নেই। সাবেক সংসদ সদস্য ও ক্যান্সার সার্ভাইভার কাজী রোজী তার অভিজ্ঞতা তুলে ধরেন বৈঠকে। গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ও এনসিডিসি মাল্টিসেক্টরাল কমিটির যুগ্ম সদস্য সচিব অধ্যাপক ডাক্তার এ এইচ এম এনায়েত হোসেন, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোল্লা ওবায়েদুল্লাাহ বাকী, প্রকল্প পরিচালক অধ্যাপক ডাক্তার গোলাম মহিউদ্দিন ফারুক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেলিয়েটিভ কেয়ার বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নিজামউদ্দিন আহমদ প্রমুখ।

সর্বশেষ খবর