মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়ে মহান বিজয় দিবস পালিত

প্রতিদিন ডেস্ক

মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়ে মহান বিজয় দিবস পালিত

মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গতকাল দেশব্যাপী পালিত হয়েছে মহান বিজয় দিবস। শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করা হয়। এ ছাড়া উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ছিল-পায়রা ওড়ানো, জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলাদেশের থিমে মনোমুগ্ধকর ডিসপ্লে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত, বিজয় র‌্যালি ইত্যাদি। চট্টগ্রাম : প্রতি বছরের মতো এবারও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করা হয়েছে। সকাল ৬টা ২৮ মিনিটে প্রথমে শহীদ মিনারে ফুল দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এরপর ফুল দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ খন্দকার গোলাম ফারুক, পুলিশ কমিশনার মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, পুলিশ সুপার নুরে আলম মিনাসহ সর্বস্তরের রাজনীতিবিদ, প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সংগঠনের নেতারা। সকাল থেকেই সর্বস্তরের মানুষে লোকারণ্য হয়ে যায় শহীদ মিনার এলাকা। ফুলে ফুলে ভরে যায় শহীদ বেদি। সিলেট : সকাল ৭টায় শহীদ মিনার বাস্তবায়ন কমিটির পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন। পরে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিলেট সিটি করপোরেশন, অ্যাডভোকেট লুৎফুর রহমান ও নাসির উদ্দিন খানের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, অধ্যাপক জাকির হোসেনের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, কামরুল হুদা জায়গীরদার ও নাসিম হোসাইনের নেতৃত্বে জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিলেট জেলা প্রেস ক্লাব, জাসদ, বাসদ, সিলেট চেম্বার অব কমার্সসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

বরিশাল : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনী এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কার্যক্রম শুরু হয়। এর পরপরই জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা। এরপর পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। রাজশাহী : বিজয় দিবসের প্রথম প্রহরে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছে রাজশাহীর সর্বস্তরের মানুষ। রবিবার রাত ১২টা ১ মিনিটে নগরীর ভুবনমোহন পার্ক, রাজশাহী কলেজ শহীদ মিনার, রাজশাহী কোর্ট শহীদ মিনার, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারসহ অন্য শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন। গতকাল সকালে নগরীতে বিজয় র‌্যালি বের করে নগর আওয়ামী লীগ। এ ছাড়া মহানগর বিএনপি, জেলা বিএনপি, মহানগর জাতীয় পার্টিসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। রংপুর : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরীর মডার্ন মোড়ে বিজয়ের ভাস্কর অর্জনে বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারসহ প্রশাসনের সর্বস্তরের লোকজন জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে পুষ্প অর্পণ করেন। এর আগে বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দল মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনগণ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে সিটি করপোরেশন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, যুবদল, সিপিবি, জাসদ, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। খুলনা : খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। গতকাল ভোরে আনুষ্ঠানিকভাবে খুলনা জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, আওয়ামী লীগ জেলা ও মহানগর, বিএনপি জেলা ও মহানগর, খুলনা সিটি করপোরেশন, খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কমিউনিস্ট পার্টি, শিল্পকলা একাডেমি, বিএমএসহ বিভিন্ন সংগঠন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। বগুড়া : নানা আয়োজনে বগুড়ায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কুমিল্লা :  গতকাল ভোরে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে কুমিল্লার কেন্দ্রীয় শহীদ মিনারে ৩০ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে নগরীর নগর উদ্যানের বঙ্গবন্ধু ম্যুরাল, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। গাজীপুর : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জেলা শহরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ময়মনসিংহ : ভোর ৬টায় নগরের পাটগুদাম ব্রিজ মোড়ের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান, সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর