শিরোনাম
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঢাকায় ১৯ কোটি টাকার নকল প্রসাধনী ধ্বংস

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার চকবাজার ও কেরানীগঞ্জে নকল প্রসাধনী তৈরির অপরাধে ৭ জনকে কারাদ  এবং ৪৯ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। জব্দ করে ধ্বংস করা হয়েছে ১৯ কোটি টাকার নকল ও ভেজাল প্রসাধনী। র‌্যাব-১০ এর সহযোগিতায় শনি ও রবিবার টানা দুই দিনের এ অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি জানান, অভিযানে ১১টি নকল ও ভেজাল প্রসাধনীর কারখানা এবং গোডাউন সিলগালা করা হয়। দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল ও ভেজাল প্রসাধনী বাজারজাত করে আসছিল। অভিযানে অনুমোদনহীন, নকল, ক্ষতিকর ও নিম্নমানের প্রসাধনী তৈরি, মজুদ ও বাজারজাত করায় ছয়জনকে দুই বছর করে এবং একজনকে এক বছর কারাদ সহ ৪৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর