মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

মহান বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান। এরপর একে একে শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ মহাপরিদর্শক (আইজি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, র‌্যাব মহাপরিচালক (ডিজি) ড. বেনজীর আহমেদ, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপিসহ সবাই মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা পুলিশ সদস্যদের বীরত্বের কথা স্মরণ করেন। তারা পুলিশ বাহিনীকে স্বাধীনতার চেতনা রক্ষায় সবসময় সজাগ থাকারও আহ্বান জানান। শ্রদ্ধা নিবেদনকালে বিউগলে বাজানো হয় জাতীয় সংগীত। এ সময় ডিএমপির একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে বীর শহীদদের সম্মান জানায়। এ সময় বাংলাদেশ পুলিশের ঢাকাস্থ সব ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে ঢাকায় প্রথম গণহত্যা শুরু করে। ওই রাতে রাজারবাগ পুলিশ লাইনস থেকে সর্বপ্রথম ‘থ্রি নট থ্রি’ রাইফেল দিয়ে প্রথম প্রতিরোধ গড়ে তোলে অকুতোভয় বীর পুলিশ সদস্যরা। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ বাংলাদেশ পুলিশ মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের গর্বিত অংশীদার। বাংলাদেশ পুলিশসহ সমগ্র বাঙালি জাতি এ বীরদের চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর