বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

কোটি টাকার সোনা জব্দ ওসমানীতে

দুবাই ফেরত যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় কোটি টাকা মূল্যের ২২টি সোনার বার জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে মোমিন উদ্দিন মামুন নামের ওই যাত্রীকে। গতকাল সকাল পৌনে ৯টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী ছিলেন তিনি। তার বাড়ি সিলেটের গোয়াইনঘাটে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন     জানান, আগাম তথ্যের ভিত্তিতে ওসমানী বিমানবন্দরে বিমান অবতরণের পর যাত্রীদের শরীর তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এ সময় মোমিন উদ্দিন মামুন নামের এক যাত্রী কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ করতে থাকেন। পরে তার শরীর তল্লাশি করে পায়ের জুতার ভিতর পলিথিন দিয়ে মোড়ানো আড়াই কেজি ওজনের ২২টি সোনার বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা। কাস্টমস কর্মকর্তা আরও জানান, পাসপোর্ট পরীক্ষা করে দেখা গেছে মোমিন উদ্দিন মামুন প্রায় প্রতিমাসে দুবাই আসা-যাওয়া করতেন।

ধারণা করা হচ্ছে তিনি আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন কাস্টমস কর্মকর্তা মিনহাজ।

সর্বশেষ খবর