বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২০

লৈঙ্গিক সমতায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

প্রতিদিন ডেস্ক

লৈঙ্গিক সমতার ক্ষেত্রে টানা পঞ্চমবারের মতো দক্ষিণ এশিয়ায় শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। এবার বিশ্বের ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫০তম। আগের বছরে ১৪৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৪৮তম। গতকাল গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২০ প্রকাশ করে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ)।

২০০৬ সাল থেকে এ লিঙ্গসমতা সূচক প্রকাশ করে আসছে ডব্লিউইএফ। অর্থনীতিতে অংশগ্রহণ, শিক্ষার সুযোগ, স্বাস্থ্যসেবাপ্রাপ্তি ও রাজনৈতিক ক্ষমতায়ন- এ চার মাপকাঠিতে নারী-পুরুষের বৈষম্য বিবেচনা করে এ প্রতিবেদন তৈরি করা হয়। সূচকে একটি দেশের অবস্থান নির্ধারণ করা হয় ১ ভিত্তিক স্কেলে, যেখানে ১ মানে হলো পুরো সমঅধিকার, আর শূন্য মানে পুরোপুরি অধিকারবঞ্চিত। এ হিসাবে বাংলাদেশের মোট স্কোর এবার ০.৭২৬, যা গত বছর ছিল ০.৭২১। ২০০৬ সালে ছিল ০.৬২৭। সূচকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরে আছে যথাক্রমে নেপাল, শ্রীলঙ্কা, ভারত, মালদ্বীপ ও ভুটান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একেবারে তলানিতে রয়েছে পাকিস্তান, দেশটির অবস্থান ১৫১-তে। সূচকের সবচেয়ে শীর্ষ অবস্থানে রয়েছে আইসল্যান্ড। এর পরই আচে যথাক্রমে নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন ও নিকারাগুয়া। সূচকের একেবারে শেষে আছে যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন।

সর্বশেষ খবর