বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
ফখরুলের বক্তব্যে জাসদ

‘ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনি’

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি  গতকাল এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘রাজাকারের তালিকা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বক্তব্যের প্রতিবাদ করেছেন। তারা বলেন, ফখরুলের বক্তব্যের মধ্যেই ‘ঠাকুর ঘরে কে রে- আমি কলা খাইনি’র মতো রাজনৈতিক অবস্থানের বহিঃপ্রকাশ ঘটেছে। বিবৃতিতে জাসদ নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক রাজাকারের খসড়া তালিকা প্রকাশকে স্বাগত জানিয়ে বলেছেন, বিলম্বে হলেও রাজাকারের তালিকা প্রকাশের উদ্যোগ প্রশংসনীয়। রাজাকারদের তালিকা প্রকাশ আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সত্য প্রতিষ্ঠার পথে একটি বলিষ্ঠ পদক্ষেপ। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত রাজাকারের খসড়া তালিকার মধ্যে যে ভুলত্রুটি-গোঁজামিল রয়েছে তা অবশ্যই চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই সংশোধন করতে হবে। প্রকাশিত রাজাকারের খসড়া তালিকায় গাফিলতি ও ভুলবশত যে মহান মুক্তিযোদ্ধা ও শহীদদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তার জন্য অবিলম্বে সেই মহান মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবার এবং দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

 তারা বলেন, রাজাকারের খসড়া তালিকা প্রণয়নে সরকার-প্রশাসনের অভ্যন্তরে লুকিয়ে থাকা স্বাধীনতাবিরোধীদের কারসাজি আছে কিনা তা তদন্ত করে দেখতে হবে।

সর্বশেষ খবর