বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

এখন সময় জরিমানার

-মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, উন্নয়ন, নির্মাণকাজ এবং ব্যবসা নিয়ম মেনে করতে হবে। নইলে ব্যবস্থা নেওয়া হবে। ভালোবাসার দিন শেষ, এখন সময় জরিমানার। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘অনিয়ন্ত্রিত দূষণে ঢাকা : নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। ডুরার সভাপতি মশিউর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেলের সঞ্চালনায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খান। মেয়র বলেন, পরিবেশ ধ্বংস করে আমরা সিটিতে কোনো ব্যবসা করতে দেব না। যারা সড়ক ও ফুটপাথে নির্মাণসামগ্রী রাখছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

ভালোবাসার দিন শেষ, এখন জরিমানা শুরু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থপতি নগরবিদ ইকবাল হাবিব বলেন, ওয়াসা বুড়িগঙ্গায় পয়ঃনিষ্কাশন নালার সংযোগ দিয়ে তা অস্বীকার করেছে। আদালতে ভুল তথ্য দিয়ে, জনগণের সঙ্গে প্রতারণা করে করজোড়ে মাপ চাইছে। নদী শেষ করে দিয়ে মানুষের সঙ্গে প্রবঞ্চনা করায় ওয়াসার গলা টিপে ধরা উচিত। সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব সিটি করপোরেশনের মেয়রদের নিতে হবে। এ ছাড়া বক্তব্য দেন, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান, অধ্যাপক আকতার মাহমুদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর