বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডিজিটাল অপরাধ বাড়ছে চট্টগ্রামে

বেশি আক্রান্ত হচ্ছে নারী ও শিশু, মামলায় আগ্রহ কম

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

পাল্টে যাচ্ছে চট্টগ্রামের অপরাধের ধরন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তিনির্ভর ও মাদক সংশ্লিষ্ট অপরাধ। একই সঙ্গে এসব অপরাধের সাথে যুক্ত হচ্ছে শিশু-কিশোর থেকে শুরু করে শিক্ষক, মসজিদের ইমাম থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আর এসব ঘটনায় বেশি শিকার হচ্ছে নারী ও শিশু। চট্টগ্রামের অপরাধের ধরন ও প্রকৃতি পরিবর্তন নিয়ে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিট থেকে সদ্য বদলি হওয়া উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘গত কয়েক বছরে চট্টগ্রামের অপরাধ ও প্রকৃতির অনেক পরিবর্তন হয়েছে। সাম্প্রতিক সময়ে প্রযুক্তিনির্ভর অপরাধ ও মাদক সংশ্লিষ্ট অপরাধ বেড়েছে উল্লেখযোগ্য হারে। এসব অপরাধ নিয়ন্ত্রণ করতে কাজ করছে পুলিশ।’ চট্টগ্রাম জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘পুলিশ সদস্যদের দক্ষ করে তুলতে নিয়মিত প্রশিক্ষক নেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের নিত্যনতুন অপরাধের বিষয়ে ধারণা দেওয়া হয়।’ অনুসন্ধানে জানা যায়, গত কয়েক বছরে চট্টগ্রামে জ্যামিতিক হারে বেড়েছে প্রযুক্তিনির্ভর অপরাধ। এসব অপরাধের নেপথ্যে রয়েছে তরুণ ও যুবকরা। যার সিংহভাগ শিকার হচ্ছে নারী ও সমাজে মর্যাদাবান ব্যক্তিরা। প্রযুক্তিনির্ভর অপরাধের মধ্যে রয়েছে ফেসবুক আইডি হ্যাক, ভুয়া আইডি তৈরি, ব্ল্যাকমেইলিং, ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস, কুৎসা রটানো, গুজব রটানো, প্রতারণা করে চাঁদাবাজি অন্যতম। এ অপরাধ ভয়াবহ আকার ধারণ করলেও বেশিরভাগ ক্ষেত্রে ভুক্তভোগীরা মামলা করতে চান না। তারা অপস করেই প্রতিকার চান। তাই সিএমপি-তে যত অভিযোগ আছে তার সিকি ভাগ মামলা হিসেবে রেকর্ড হয় না। যদি প্রযুক্তি নির্ভর সব অপরাধ মামলা হিসেবে রেকর্ড হতো তা হলে ৮০ শতাংশের ওপরেই হতো প্রযুক্তিনির্ভর অপরাধ। গত কয়েক বছরে মাদক সংশ্লিষ্ট অপরাধও বেড়েছে কয়েকগুণ। মাদকের ব্যবহারের সঙ্গে সঙ্গে বেড়েছে সরবরাহও। আর মাদক পাচারের সঙ্গে যুক্ত হচ্ছে শিক্ষক, মসজিদের ইমাম, মডেল কন্যা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 এ সময়ে ডাকাতি, সিঁধেল চুরি তুলনামূলকভাবে কমলেও বেড়েছে মলম পার্টি, অজ্ঞান পার্টি, পর্দা কাটা পার্টি, গামছা পার্টি, টানা পার্টির দৌরাত্ম্য। তবে চুরি, মোটরসাইকেল চুরিসহ এ জাতির অপরাধ চক্রের সদস্যরা রয়েছে সক্রিয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর