বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডের ডিজিটাল ম্যাপ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের খাল, নালা-নর্দমা, সড়ক, সড়কের নাম, খাল এবং ভবনগুলোর আয়তন, দৈর্ঘ্য-প্রস্থ ও উচ্চতা নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। ফলে প্রকল্প গ্রহণ, ভবনের কর নির্ধারণ, খাল-নালা-নর্দমা ভরাট ও বেদখল নিয়ে খবর থাকে না । এ জাতীয় বাধা নিরসনে চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়ার্ডের ডিজিটাল ম্যাপ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন (চসিক)। এ নিয়ে ‘জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম’ (জিআইএস) শীর্ষক কার্যক্রম নেওয়া হয়েছে। শিগগিরই চসিক-আইডব্লিউএমের মধ্যে চুক্তি হবে। প্রকল্প বাস্তবায়ন হলে নিমিষেই মিলবে নগরীর ভৌগোলিক সব তথ্য-উপাত্ত।

 মঙ্গলবার চসিকের ৫৩তম সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি জানান, ৪১টি ওয়ার্ডের প্রত্যেকটিকে আলাদা এবং একটি কেন্দ্রীয়ভাবে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের আওতায় আনা হবে। এতে ব্যয় হবে ১২ কোটি টাকা। এ প্রকল্প বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে আড়াই বছর। এর মাধ্যমে একটি নগরীর সব তথ্য-উপাত্ত আদান-প্রদান নগর পরিকল্পনার ক্ষেত্রে জিআইএস পদ্ধতি একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা অনেকাংশে বাড়বে। বিশেষ করে করপোরেশনের আয় বৃদ্ধিতে জিআইএস পদ্ধতি কার্যকর ভূমিকা পালন করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর