বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বরিশালে ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে তুচ্ছ ঘটনায় ছাত্রলীগের সঙ্গে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে নগরের সিঅ্যান্ডবি রোড ফরাজি ওয়ার্কশপ এলাকায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কাচ ভাঙচুর হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে ফার্স্ট আইসিটি কার্নিভাল, ২০১৯-এর কার্যক্রম চলছিল। এক পর্যায়ে ওই ইউনিভার্সিটির ছাত্র ও ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নেতা জোবায়েরের সঙ্গে কয়েকজন ছাত্রের হাতাহাতি হয়। বিষয়টি ইউনিভার্সিটির পাশেই চায়ের দোকানে থাকা জেলা ছাত্রলীগের সহসম্পাদক হাফিজুর রহমান রুমির চোখে পড়লে তিনি তাদের নিবৃত্ত করার চেষ্টা চালান। তবে জোবায়ের রুমিকে লাঞ্ছিত করেন। খবর পেয়ে রুমির সমর্থকরা সেখানে ছুটে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা তাদের একাডেমিক ভবনে ঢুকে আত্মরক্ষা করেন। এ সময় রুমির সহযোগীরা ইটপাটকেল ছুড়ে একাডেমিক ভবনের গ্লাস ভাঙচুর করেন।

খবর পেয়ে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ ও থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। মেয়র এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং ঘটনাস্থলে উপস্থিত ওই ইউনিভার্সিটির বিদেশি এবং নারী শিক্ষার্থীদের তার গাড়িতে করে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর