বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে ৪৫ রোগীর অপারেশন

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার চিনাইরের ৪৫ জন চক্ষুরোগীকে বিনামূল্যে অপারেশন করেছে বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিসার্চ সেন্টার। যার বেশির ভাগেরই চোখের আলো নিভতে বসেছিল। গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকরা এ অপারেশন করেন। হাসপাতালের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান আহসান হাবিব বলেন, ব্রাহ্মণবাড়িয়ার চিনাইরের রেজাউর রহমান ভূঁইয়া-আরশেদা খাতুন মেডিক্যাল সেন্টার অ্যান্ড আই ক্লিনিকে ৬ ডিসেম্বর ওই ক্লিনিকসহ ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিসার্চ সেন্টারের উদ্যোগে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়। তখন ৩৩০ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। এর মধ্যে ছানি ও অন্যান্য অপারেশনের জন্য ৭২ জনকে নির্বাচিত করা হয়। এর মধ্য থেকে গতকাল প্রথম ব্যাচে ৪৫ জনের অপারেশন করা হয়েছে; যার মধ্যে ৩৩ জনের ছানি, চারজনের নেত্রনালি ও আটজনকে চোখের মণির পাশে মাংস বৃদ্ধি পাওয়ায় অপারেশন করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে বাকিদের অপারেশন করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর