বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বেড়েছে শীত, আসছে মৃদু শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

বেড়েছে শীত, আসছে মৃদু শৈত্যপ্রবাহ

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী তিন দিন উত্তর-পশ্চিমের জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। এ এলাকাগুলো ঢেকে যাবে মাঝারি থেকে ঘন কুয়াশায়। এর মধ্যেই তাপমাত্রা কমতে শুরু করেছে। আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে দেওয়া তথ্যে জানা যায়, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার সন্ধ্যায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে তাপমাত্রা ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ থেকে নেমে গতকাল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ময়মনসিংহে ১৪ দশমিক ৬ থেকে কমে ১৩ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১৪ দশমিক ৩ থেকে কমে ১১ দশমিক ৪, খুলনায় ১৭ দশমিক ৪ থেকে কমে ১৫, বরিশালে ১৫ থেকে নেমে গতকাল তাপমাত্রা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বলেন, দেশের বেশির ভাগ অঞ্চলের তাপমাত্রা কমে শীত অনুভূত হচ্ছে। আরও দু-তিন দিন তাপমাত্রা কমা অব্যাহত থাকবে। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আসতে পারে। তবে ঢাকায় তাপমাত্রা এ পরিমাণ কমার কোনো পূর্বাভাস নেই। মূলত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, যশোর, চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমতে থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর