বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

উন্নয়ন প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের

মোস্তফা কাজল

উন্নয়ন প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের

আধুনিক ও মডেল ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৭ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের। এজন্য আধুনিক কমিউনিটি সেন্টার, খেলার মাঠ, পার্ক, গণপাঠাগার, ব্যায়ামাগার, পাবলিক টয়লেট, ছাদবাগান, সিসি ক্যামেরা স্থাপন করতে চান তারা। ডিএনসিসির ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা হলেন মিরপুর থানা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মো. এজাজ আহমেদ স্বপন, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাজী আবদুল হাই (হারুন), রূপনগর থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ নাছির উদ্দিন, মিরপুর থানা বিএনপি সাধারণ সম্পাদক হাজী মো. দেলোয়ার হোসেন দুলু ও মিরপুর থানা যুবদল সভাপতি আবু রাসেল চৌধুরী মিঠু। বর্তমান কাউন্সিলর মোবাশ্বের চৌধুরী নির্বাচন করবেন কিনা কিছুই জানা যায়নি। মিরপুর ২ ও ৬ নম্বর এ ও বি ব্লক, রূপনগর ১-৩ নম্বর সড়ক, শিয়ালবাড়ী, হাজী রোড, রাইনখোলা, প্রশিকা ও চেতনার মোড় নিয়ে ডিএনসিসির ৭ নম্বর ওয়ার্ড গঠিত। ঢাকা-১৪ আসনের অধিভুক্ত এ ওয়ার্ডের জনসংখ্যা প্রায় ৪ লাখ ও ভোটার ৮০ হাজার। এ ওয়ার্ডের রূপনগর আবাসিক এলাকা থেকে প্রশিকার মোড়, হাজী রোড, কমার্স কলেজ সড়কটি বেশ প্রশস্ত। এ সড়কের পাশে বিইউবিটি, কমার্স কলেজ, মণিপুর স্কুল, রূপনগর সরকারি মডেল স্কুল ও কলেজ, রাজধানী মহিলা কলেজসহ ১৫-২০টি নামিদামি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ৫০টির মতো কোচিং সেন্টার গড়ে উঠেছে। রূপনগর আবাসিক এলাকার সড়কে ট্রাফিক পুলিশ কিংবা প্রশাসনের নজরদারি না থাকায় বেপরোয়া গতিতে বিভিন্ন যানবাহন চলে। সড়কটি ভোর থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিনিয়ত যানজটের কবলে থাকে। স্কুল-কলেজের সময় যানজট তীব্র হয়। রূপনগর আবাসিক এলাকার ১ থেকে ৩৩ নম্বর রোড পর্যন্ত মূল সড়ক ও রিং রোড সড়কের গেট বেশির ভাগ সময় সন্ধ্যার পর আটকানো থাকে। ওই সময় কোনো যানবাহন ভিতরে ঢুকতে পারে না। মো. এজাজ আহমেদ স্বপন বলেন, ‘নির্বাচিত হলে এলাকাকে মডেল ওয়ার্ডে পরিণত করব।’ মিরপুর থানা বিএনপি সাধারণ সম্পাদক হাজী মো. দেলোয়ার হোসেন দুলু বলেন, ‘নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত একটি আদর্শ ওয়ার্ড গড়ে তুলব।’ মিরপুর থানা যুবদল সভাপতি আবু রাসেল চৌধুরী মিঠু বলেন, ‘আধুনিক ওয়ার্ডে রূপান্তর করব।’ ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাজী আবদুল হাই (হারুন) বলেন, এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো। রূপনগর থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘এর আগে দুইবার কাউন্সিলর নির্বাচন করেছি। প্রতিবার আমার নিশ্চিত জয় চলে গেছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর