বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভুল তালিকার পর ক্ষমতায় থাকার অধিকার নেই

------------- কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিক বীরউত্তম বলেছেন, ‘যে আওয়ামী লীগ একাত্তরে স্বাধীনতা যুদ্ধ করেছে, এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নয়। এই আওয়ামী লীগ রাজাকারের যে তালিকা দিয়েছে, সেখানে অনেক মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত রয়েছে। মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করে রাজাকারদের এই ভুল তালিকা প্রকাশের পর তাদের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।’ রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সভায় আরও বক্তব্য রাখেন, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন আহমেদ প্রমুখ। জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের আকাক্সক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। তারা দেশে সুশাসন নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছে।’ খালেকুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগ সরকার একাত্তরের স্বাধীনতা যুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত হয়ে দেশ শাসন করছে।’ মাহমুদুর রহমান মান্না বলেন, ‘জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে।’ 

অন্য বক্তারা বিতর্কিত তালিকা প্রকাশের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রী এ কে এম মোজ্জাম্মেল হকের পদত্যাগ দাবি করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর