শিরোনাম
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

টগি সার্ভিসের চ্যানেল পার্টনারদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক

টগি সার্ভিসের চ্যানেল পার্টনারদের মিলনমেলা

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল টগি সার্ভিসের চ্যানেল পার্টনারদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান -বাংলাদেশ প্রতিদিন

চেঞ্জ দ্য গেম-ভিশন ২০২০ শিরোনামে টগি সার্ভিসের চ্যানেল পার্টনারদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে চার শতাধিক প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও টগি সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন টগি সার্ভিসের চিফ অপারেটিং অফিসার (সিওও) আবু তৈয়ব, প্রতিষ্ঠানের ইউজার কম্পিউটিং অ্যান্ড প্রিন্টিং বিভাগের হেড অব বিজনেস এএস মোহাম্মদ মোস্তফা মনোয়ার সাগর, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. সাহিদ উল মুনির, বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার প্রমুখ।  টগি সার্ভিস লিমিটেড পার্টনারদের সহযোগিতায় বিশ্বখ্যাত ব্র্যান্ডের কম্পিউটার ও আইটি অ্যাকসেসরিজ বিপণন করে থাকে। যেসব পার্টনারের মাধ্যমে এসব পণ্য বিপণন করা হয় তাদের নিয়েই আয়োজন করা এ অনুষ্ঠানের। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতনাম শীল্পিরা অংশ নেন। অনুষ্ঠানে টগি সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান বলেন, আমরা সম্মিলিতভাবে টগি সার্ভিসকে আগামীর পথে নিয়ে যেতে চাই। টগি সার্ভিস বিশ্বাস করে কম্পিউটার ও আইটি অ্যাকসেসরিজ ব্যবসা কেবল অর্থ উপার্জনের কার্যক্রম নয়, দেশকে ডিজিটাল রূপান্তরে এর কার্যকর ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন, আমরা সুদক্ষ ও স্থানীয় পর্যায়ে সক্রিয় সার্ভিসিং টিমের মাধ্যমে কম্পিউটার ও আইটি অ্যাকসেসরিজ ব্যবসার ধরন পাল্টে দিতে চাই। বিশ্বনন্দিত বিভিন্ন ব্র্যান্ড ও নির্ভরযোগ্য ওয়ারেন্সি সার্ভিসের মাধ্যমে সর্বশেষ ধাপের গ্রাহকের কাছে সত্যিকার অর্থে গ্রহণযোগ্য হয়ে উঠতে চায় টগি সার্ভিস।

 এখানে অংশ নেওয়া আমাদের পার্টনারদের সহযোগিতায় টগি সার্ভিস লক্ষ্য অর্জনে সক্ষম হবে।

সর্বশেষ খবর