শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
চট্টগ্রাম-৮ উপনির্বাচন

প্রার্থিতা ফিরে পেলেন জাপার বাবলু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলু। গতকাল আপিল আবেদনের শুনানি শেষে নির্বাচন কমিশন আপিল আবেদন মঞ্জুর করে। প্রধান নির্বাচন কমিশনার নেতৃত্বাধীন আপিল কর্তৃপক্ষ রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা সংক্রান্ত এ আপিল শুনানি করেন। এ বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, সিইসি আমাদের আপিল আবেদন মঞ্জুর করেছেন। রিটার্নিং কর্মকর্তার আদেশ বাতিল করে আমাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। নির্বাচন         কমিশন শতভাগ নিরপেক্ষ ছিল। এখন নির্বাচন করতে আমার কোনো বাধা নেই।

গত রবিবার বাছাইয়ের দিনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বাবলু এবং গণফ্রন্টের প্রার্থী উত্তম কুমার চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে জাপা প্রার্থী এ আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল করেন।

আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন আহমদসহ মোট ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। জাপা প্রার্থী নিয়ে ভোটের লড়াইয়ে থাকবেন এখন ৭ জন।

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বোয়ালখালী উপজেলা ও চান্দগাঁও থানা নিয়ে গঠিত এই আসনে ভোট হবে আগামী ১৩ জানুয়ারি।

সর্বশেষ খবর