শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভোটারদের মন জয়ে মাঠে প্রার্থীরা

শামীম আহমেদ

ভোটারদের মন জয়ে মাঠে প্রার্থীরা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবগঠিত ৪২ নম্বর ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। আসন্ন কাউন্সিলর নির্বাচনে ভোটারদের মন কাড়ার পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। জানা গেছে, ওয়ার্ডটিতে কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে অন্তত পাঁচজন চেষ্টা করছেন। বিএনপিরও দুই প্রার্থী আছেন নির্বাচনী দৌড়ে।

রাজধানীর পুবদিকে বিলুপ্ত বেরাইদ ইউনিয়নের পূর্বপাড়া, ভূঁইয়াপাড়া, জেলেপাড়া, ঋষিপাড়া, মোড়লপাড়া, আশকার টেক, হারালদিয়া, ডুবুরদিয়া মহল্লা, চান্দারটেক এলাকা নিয়ে গঠিত এ ওয়ার্ড। সিটি করপোরেশনের আওতায় এলেও ওয়ার্ডটির জনজীবনে আসেনি তেমন কোনো পরিবর্তন। ওয়ার্ডটির পুবদিকে রয়েছে বালু নদ। আবর্জনা ফেলার ব্যবস্থা না থাকায় অনেকেই তা ফেলেন নদে। ফলে দূষণে নদের পানির রং বছরের বেশির ভাগ সময় থাকে কালচে। নির্বাচনে জয়ী হলে ওয়ার্ডের সব সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। স্থানীয়রা জানান, আসন্ন ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে পাঁচজন মাঠে আছেন। এর মধ্যে ফের নির্বাচন করতে চাইছেন বর্তমান কাউন্সিলর বাড্ডা থানা আওয়ামী লীগের সদস্য ফারুক আহম্মেদ।এ ছাড়া বেরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এবার মাঠে আছেন। বাড্ডা থানা আওয়ামী লীগের সম্পাদকম-লীর সদস্য  আমজাদ হোসেন, ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আনসার মিন্টু ও সহসভাপতি মশিউর রহমানও আওয়ামী লীগের মনোনয়ন পেতে চেষ্টা করছেন। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বিএনপির দুজন হলেন বেরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ঢাকা মহানগরী উত্তর বিএনপির যুগ্মসম্পাদক মাহফুজুর রহমান ও তুহিনুর ইসলাম তুহিন। নির্বাচন প্রসঙ্গে কাউন্সিলর ফারুক আহম্মেদ বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর ২ কোটি টাকা বাজেট পেয়েছি। সেই টাকা দিয়ে সুয়ারেজসহ দুটি মূল সড়কের কাজ শুরু করেছি। এ ছাড়া ২৫ লাখ টাকা থোক বরাদ্দ পেয়েছি যা দিয়ে ছোটখাটো সংস্কারকাজ করছি। বরাদ্দ পেলে এটাকে মডেল ওয়ার্ড করতে চাই।’ জাহাঙ্গীর আলম বলেন, ‘এ নির্বাচন নিয়েই আমার ছোট ভাই যুবলীগ নেতা কামরুজ্জামান দুখু খুন হয়েছিলেন। এ কারণে মায়ের নিষেধে গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিনি। এতে ভালো হয়েছে। এলাকাবাসী পার্থক্য বুঝতে পেরে আমাকে ফের চাইছেন।’ আমজাদ হোসেন বলেন, আমি মানুষের জন্য কাজ করতে চাই। সরকার ক্লিন ইমেজের লোক খুঁজছে। সেই বিবেচনায় আমি দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী।’ কাউন্সিলর নির্বাচনে আগ্রহী মশিউর রহমান বলেছেন, স্থানীয় এমপির অনুমতি মিললে নির্বাচন করব।’

সর্বশেষ খবর