শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমি গতকাল অনুষ্ঠানমালা শুরু করেছে। বাছাইকৃত ছয় শতাধিক প্রতিশ্রুতিশীল শিল্পী নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এ সময় সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

 উপস্থিত ছিলেন প্রতিশ্রুতিশীল শিল্পীদের প্রশিক্ষক খ্যাতিমান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এবং একাডেমির সংগীত পরিচালক চন্দন দত্ত। আলোচনা পর্ব শেষে সাবিনা ইয়াসমিন প্রতিশ্রুতিশীল শিল্পীদের ‘জন্ম আমার ধন্য হলো মাগো’ গানটি প্রশিক্ষণ দেন। এরপর প্রতিশ্রুতিশীল শিল্পীদের অনুরোধে তিনি পরিবেশন করেন ‘সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে’, ‘আকাশ ভরা সূর্য তারা’, ‘এ মাটি নয় জঙ্গিবাদের’ এবং ‘ও যার আপন খবর আপনার হয় না’ সমবেত সংগীত।

পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফাউন্ডেশন অব ডেভেলপমেন্ট রিসার্চ ও আগামী প্রকাশনী যৌথভাবে প্রকাশ করেছে ‘বঙ্গবন্ধু : শতবর্ষে শতকবিতা,  বঙ্গবন্ধু : শতবর্ষে শতপ্রবন্ধ,  বঙ্গবন্ধু : শতবর্ষে শতগল্প, বঙ্গবন্ধু : পঁচাত্তর ট্র্যাজেডি (রক্তরঞ্জিত শতপ্রবন্ধ) এবং শতবর্ষে বঙ্গন্ধুর শতভাষণ নামের পাঁচটি বই। বইগুলো সম্পাদনা করেছেন আবদুল গাফফার চৌধুরী, মোনায়েম সরকার, হাসনাত আবদুল হাই, ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ, কবি আসাদ মান্নান, সিরাজুল ইসলাম মুনির ও সৈয়দ জাহিদ হাসান।

গতকাল বিকালে চামেলিবাগে বাংলাদেশ ফাউন্ডেশন অব ডেভেলপমেন্ট রিসার্চের রহিমা চৌধুরানী সম্মেলন কক্ষে বইগুলোর মোড়ক উন্মোচন করেন সাংবাদিক-প্রাবন্ধিক আবদুল গাফফার চৌধুরী। প্রকাশনা অনুষ্ঠানে বক্তৃতা করেন কবি আসাদ মান্নান। লেখক মোনায়েম সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি।

সর্বশেষ খবর