শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
ভারতের এনআরসি

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

ভারতের নাগরিকত্ব সংশোধন বিল-২০১৯ (এনআরসি) পাসের ফলে ভবিষ্যতে বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায় আশঙ্কাজনক হারে কমবে। এ আশঙ্কা করে এজন্য উদ্বেগ প্রকাশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী বলেন, ‘ভারতে এনআরসি বিল পাস হওয়ায় আমরা বাংলাদেশে বসবাসরত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় গভীরভাবে উদ্বিগ্ন।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘এ বিল আইনে পরিণত হলে এর ফলে বাংলাদেশে সামান্য ঘটনা ঘটলেই দেশত্যাগের প্রবণতা বাড়বে। সহজেই ভারতের নাগরিক হওয়া যাবে- এ ধারণায় অধিকতর নিরাপত্তার আশায় ভারতে আশ্রয় নেওয়ার সম্ভাবনা থাকবে। ফলে একসময় এ দেশে হিন্দু সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যেতে পারে।’

সংবাদ সম্মেলনে সাম্প্রদায়িক বিভাজনের এ আইনের বিরুদ্ধে সেখানকার জনগণ যে বিক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে তার সঙ্গে সংহতি প্রকাশ করা হয়। বলা হয়, এ আইনের ফলে বাংলাদেশত্যাগী ভারতে অবস্থানকারী হিন্দুদের কিছুটা লাভ হলেও এ দেশে বসবাসকারী হিন্দুদের লাভের সম্ভাবনা কম। এতে এ অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে এবং ধর্মীয় বিভাজনের সহায়ক হবে।

এ সময় সংগঠনের উপদেষ্টা সাবেক মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেন, ‘ভারতের এ আইনে সাম্প্রদায়িক সম্প্রীতির এ বাংলাদেশ ও আমাদের এ সমাজ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ দেশ আমাদের জন্মভূমি, এখান থেকে হিন্দুরা কেন যাবে? ওখানে গিয়ে সে কী করবে, ফুটপাথে ঘুরে বেড়াবে? ওখানে সে কী সুবিধা পাবে? কিছুই না, কোনো লাভও নেই।’

সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিজনকান্তি সরকার, জন গোমেজ, অমলেন্দু দাশ অপু, রমেশ দত্ত, দেবাশীষ রায় মধু, তরুণ দে, বিশ্বজিৎ ভদ্র, উত্তম কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর