সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

উন্মোচন হচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগর

উৎপাদনে যাচ্ছে দুই কারখানা

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

উন্মোচন হচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগর

বঙ্গবন্ধু শিল্পনগরে দ্রুত গতিতে এগিয়ে চলছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান নির্মাণ -বাংলাদেশ প্রতিদিন

হাজার হাজার একর বিরানভূমিতে চলছে উন্নয়নযজ্ঞ। একদিকে চলছে শিল্প-কারখানা উৎপাদনে যাওয়ার পূর্বপ্রস্তুতি, অন্যদিকে হাজার হাজার একর বিরানভূমি জুড়ে চলছে শিল্প-কারখানা স্থাপনে বিরামহীন যজ্ঞ। একসময় যে ভূমি ছিল চারণভূমি, সেখানে গড়ে উঠছে দেশের বৃহৎ শিল্পনগরী। বলা হচ্ছে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের কথা। সব ঠিক থাকলে আগামী মাসে আনুষ্ঠানিকভাবে উৎপাদনে যাবে দুটি কারখানা। উৎপাদনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আরও আটটি প্রতিষ্ঠান, যাতে প্রাথমিকভাবে কর্মসংস্থান হবে হাজার হাজার মানুষের। বেজার চেয়ারম্যান পবন চৌধুরী জানান, বেশ দ্রুততার সঙ্গে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের কাজ। আগামী মাসে বঙ্গবন্ধু শিল্পনগরের দুটি  প্রতিষ্ঠান উৎপাদনে যাবে। এ ছাড়া আরও আটটি শিল্পপ্রতিষ্ঠান শিগগিরই উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে। জানা যায়, পুরোদমে চলছে ৩০ হাজার একর এলাকায় ভূমি উন্নয়নযজ্ঞ। এরই মধ্যে মাটি ভরাট করে প্রস্তুত করা হয়েছে ২ হাজার একর জমি। বাকি ভূমিগুলোর উন্নয়ন কাজ চলছে দ্রুততার সঙ্গে। নির্মিত হচ্ছে অবকাঠামো, তৈরি হচ্ছে সড়ক। ইতিমধ্যে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে তৈরি হয়েছে ১৯ কিলোমিটার পাকা সড়ক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পর্যন্ত নির্মাণ হচ্ছে চার লেনের আরও ১০ কিলোমিটার সড়ক, যার নামকরণ করা হয়েছে শেখ হাসিনা এভিনিউ। মেরিন ড্রাইভ সড়ক সংযুক্ত হচ্ছে এ অঞ্চলের সঙ্গে।

মিরসরাই প্রতিনিধি জানান, আগামী এক মাসের মধ্যে এই শিল্পনগরে পণ্য উৎপাদনে যাচ্ছে জেনিয়ান ক্যামিকেল ইন্ডাস্ট্রি। এ ছাড়া আরও আটটি শিল্প-কারখানা শিগগিরই পণ্য উৎপাদনে যাবে। এগুলোর মধ্যে এশিয়ান পেইন্ট, ম্যাগডোনাল স্টিল, মডার্ন সিনট্রেক, যোজু কেমিক্যাল, জাপানের নিপ্পন স্টিল অন্যতম। জাপানের নিপ্পন স্টিল এখানে একটি অটো কার ম্যানুফ্যাকচারিং কারখানা করবে। ইতিমধ্যে তারা ৬০ কোটি টাকা বিনিয়োগ নিশ্চিত করেছে। আগামী এক বছরে বঙ্গবন্ধু শিল্পনগরে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

সর্বশেষ খবর