সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সাংগঠনিক সম্পাদকের পদ নিয়েই সন্তুষ্ট থাকছে খুলনা

আওয়ামী লীগের কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক, খুলনা

আওয়ামী লীগের দীর্ঘ রাজনীতিতে কেন্দ্রের প্রেসিডিয়াম সদস্য ও কার্যনির্বাহী সদস্য পদে এ পর্যন্ত খুলনার প্রতিনিধি ছিলেন ৬ জন। তবে এবারই প্রথম সাংগঠনিক সম্পাদক হিসেবে দলে জায়গা পেয়েছেন সাবেক ছাত্রনেতা এস এম কামাল হোসেন। তিনি আওয়ামী লীগের বিগত কমিটিতে কার্যনির্বাহী সদস্য ছিলেন। এদিকে প্রথমবারের মতো সাংগঠনিক পদ পেয়ে উচ্ছ্বসিত খুলনা আওয়ামী লীগ। নেতা-কর্মীদের মতে, তৃণমূলে নেতৃত্বের বিকাশের পাশাপাশি কেন্দ্রে স্থানীয় নেতাদের মূল্যায়ন বাড়ছে। জানা যায়, ২০১৮ সালে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর প্রচার-প্রচারণায় সমন্বয়কারী হিসেবে গ্রহণযোগ্য ভূমিকায় দলের আস্থা অর্জন করেন এস এম কামাল। এরপর বিগত সংসদ নির্বাচন ও খুলনায় সম্মেলনে দায়িত্বপূর্ণ ভূমিকার কারণে তার পদোন্নতি হচ্ছে, এমন গুঞ্জনই ছিল খুলনায়।

জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ বলেন, বিগত সময়ে দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে খুলনা থেকে দুজন ও কার্যনির্বাহী সদস্য হিসেবে আরও চারজন দায়িত্বে ছিলেন। তবে এবারই প্রথম সাংগঠনিক পদ পেয়েছে খুলনা। এতে নেতা-কর্মীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। এই অঞ্চলের উন্নয়নে রাজনৈতিক নেতৃত্বের এ উন্নতি কাজে লাগবে। জানা যায়, দলের নির্বাহী কমিটিতে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক ও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নাম আলোচনায় রয়েছে। দায়িত্বপূর্ণ পদগুলোতে তাদের মূল্যায়নের দাবি জানিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর