সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

কাউন্সিলরদের বিদেশ ভ্রমণ নিয়ে কড়াকড়ি, সাত শর্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের  কাউন্সিলরদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সাতটি শর্ত মেনে  বিদেশ ভ্রমণের জন্য নির্দেশনা দেওয়া হয়। চসিকে ৪১ জন কাউন্সিলর ও ১৫ জন সংরক্ষিত কাউন্সিলর রয়েছেন। অভিযোগ রয়েছে, ক্যাসিনোকা-ের পর বিভিন্ন শ্রেণি-পেশার অনেকেই গা-ঢাকা দিয়েছেন। সুযোগ বুঝে পাড়ি জমিয়েছেন বিদেশে। এ হাওয়া লেগেছে চসিকেও। চসিকের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সাধারণ সভায় কয়েকজন  কাউন্সিলরের অনুপস্থিত থাকা এবং বিদেশ ভ্রমণকালে পার্শ্ববর্তী কাউন্সিলরকে দায়িত্ব দিতে চান না। 

সর্বশেষ খবর