সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজশাহীতে উচ্ছেদ ঠেকালেন এমপি বাদশা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে নোটিস না দিয়ে খালের উপরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়েছিলেন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একদল পুলিশ সদস্য। কিন্তু স্থানীয় এমপির বাধায় সেটি বন্ধ হয়ে যায়। চার ঘণ্টার বেশি সময় ম্যাজিস্ট্রেটরা চেষ্টা করার পরেও এমপি ফজলে হোসেন বাদশাকে সেখান থেকে সরাতে পারেননি। পরে সময় দিয়ে চলে যান ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা। এমপি ফজলে হোসেন বাদশার দাবি, প্রভাবশালীদের বাদ দিয়েই উচ্ছেদ অভিযান শুরু করেছিল প্রশাসন। তাই তিনি বাধা দিয়েছেন। এখন সবাইকে উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে। এ জন্য একটি তালিকা করা হবে। তালিকার পর যারাই সরকারি জায়গা দখলে রাখবেন, তাদেরই উচ্ছেদ করা হবে। গতকাল সকালে বিপুল পরিমাণ পুলিশ সদস্যকে নিয়ে নগরীর শাহ্ মখদুম ও চন্দ্রিমা থানার মধ্যে সরকারি খালের ওপর থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাতে যায় পানি উন্নয়ন বোর্ড। গাঙ্গপাড়া এলাকায় অভিযান শুরু করলে খবর পেয়ে সেখানে যান স্থানীয় এমপি ফজলে হোসেন বাদশা। এলাকাবাসীকে নোটিস না দিয়ে উচ্ছেদের কারণ জানতে চান। এ সময় ম্যাজিস্ট্রেট ও এমপির মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরে উচ্ছেদ বন্ধে স্থানীয় জনতাকে নিয়ে বসে পড়েন বাদশা।

সর্বশেষ খবর