মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

অবৈধ গ্যাস সংযোগে ডায়িং ফ্যাক্টরি পরিচালনা দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করে ডায়িং ফ্যাক্টরি পরিচালনা করার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক অভিযোগ কেন্দ্রে আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শাহরিয়ার জামিলের নেতৃত্বে কমিশনের একটি টিম অভিযানে যায়। দুদকের জনসংযোগ কার্যালয় জানিয়েছে, মিরপুর বেনারসি পল্লীতে অবৈধ সংযোগ ব্যবহার করে ফ্যাক্টরি চালানো হচ্ছে, ফলে  এলাকাবাসী গ্যাস পাচ্ছে না। অভিযানকালে দুদক টিম তিতাস গ্যাস, মিরপুর অঞ্চলের দুজন ডিজিএম এবং টেকনিশিয়ানদের উপস্থিতিতে অভিযোগস্থল পরিদর্শন করে তিনটি ফ্যাক্টরিতে অবৈধ গ্যাস ব্যবহারের প্রমাণ পায়। সমন্বিত টিম চারটি অবৈধ রাইজার সিলগালা করে এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ ২৬টি বার্নার জব্দ করে।

 এ প্রক্রিয়ায় মোট ১৩২৬ ঘনফুট গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার এক মাসের অর্থমূল্য দেড় লাখ টাকারও বেশি। দুদক টিমের প্রাথমিক পর্যালোচনায় এ তিনটি ডায়িং ফ্যাক্টরি থেকে মোটরের সঙ্গে গ্যাস টেনে নিয়ে অবৈধভাবে ব্যবহারের ফলে কমপক্ষে ৬৩টি পরিবার গ্যাসপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছিল মর্মে প্রতীয়মান হয়। তিতাস কর্তৃপক্ষ অবৈধ রাইজার এবং সংযোগ ব্যবহারের দায়ে অভিযুক্তদের কমপক্ষে ১০ লাখ টাকা জরিমানা করা হবে মর্মে দুদক টিমকে জানিয়েছে।

সর্বশেষ খবর