বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

১৭৫ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল চসিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্বাধীনতার ঘোষণা পাঠকারী এম এ হান্নান ও মুক্তিযুদ্ধের সংগঠক আতাউর রহমান খান কায়সারসহ ১৭৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল দুপুরে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা দেওয়া হয়। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও সম্মানীর অর্থ দেওয়া হয়। তা ছাড়া অনুষ্ঠানে ঘরের চাবি তুলে দেওয়া হয় মুক্তিযোদ্ধা আবদুস সালামের হাতে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, ভারতের সহকারী হাইকমিশনার (ভারপ্রাপ্ত) শুভাশীষ সিনহা ও রাশিয়ার অনারারি কনসাল জেনারেল স্থপতি আশিক ইমরান প্রমুখ। সিটি মেয়র বলেন, বীর মুক্তিযোদ্ধারা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের পরিবারকে সংবর্ধনা ও সম্মাননা দিয়ে চসিক নিজেও গর্বিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর