বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ওসমানীতে নবজাতক চিকিৎসায় নতুন পরিচর্যা কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ওসমানীতে নবজাতক চিকিৎসায় নতুন পরিচর্যা কেন্দ্র

সিলেট বিভাগের কোটি মানুষের উন্নত চিকিৎসার ভরসাস্থল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকের চিকিৎসা সেবায় নতুন দ্বার উন্মোচিত হয়েছে। ইউনিসেফের অর্থায়নে চালু করা হয়েছে ৫০ শয্যার নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ)। ফলে এখন থেকে জটিল রোগ বা সময়ের আগে জন্ম নেওয়া নবজাতকরা সরকারি এ হাসপাতালে পাবেন চিকিৎসা। গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন হাসপাতালে নতুন এ ইউনিটটির উদ্বোধন করেন। এছাড়াও মন্ত্রী নতুন আইসিইউ ইউনিট, প্রশাসনিক ভবন ও পাঁচটি লিফটের উদ্বোধন করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা শিশু ওয়ার্ড থাকলেও এতোদিন এনআইসিইউ বিভাগ ছিল না। ফলে জটিল রোগ নিয়ে জন্ম নেওয়া নবজাতক বা সময়ের আগে জন্ম নেওয়া শিশুদের (প্রি ম্যাচুরড) হাসপাতালে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছিল না। এনআইসিইউ’র পাশাপাশি উদ্বোধন করা হয়েছে নতুন আইসিইউ ইউনিট। আগে হাসপাতালের আইসিইউ বিভাগ ছিল ১০ শয্যার। নতুন ইউনিটে যোগ করা হয়েছে আরও ১০টি শয্যা।  এছাড়া গতকাল হাসপতালের প্রশাসনিক কাজের জন্য উদ্বোধন করা হয়েছে নতুন ১০ তলা ভবন। নতুন এই ভবনের কারণে এখন থেকে আরও উন্নত পরিবেশে প্রশাসনিক কার্যক্রম চালানোর সুযোগ তৈরি হয়েছে।

সর্বশেষ খবর