বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

জয় বাংলা বাঙালি জাতির স্লোগান

-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জয় বাংলা কোনো সংগঠনের স্লোগান নয়। এটি মুক্তিযুদ্ধের ও গোটা বাঙালি জাতির স্লোগান। এই স্লোগানকে আগামী প্রজন্ম যাতে ধারণ করতে পারে তার দায়িত্ব নিতে হবে মুক্তিযোদ্ধাদের। শুধু দাবি করলে চলবে না। ভাতা ১৫ হাজার টাকায় উন্নীত করা হচ্ছে। চিকিৎসা সেবার জন্য উপজেলা কমপ্লেক্স ও জেলা সদর এবং মেডিকেল কলেজে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এ বছর অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বগুড়ায় ২২৫টি বাড়ি নির্মাণ করা হবে। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছিল। এখন মুক্তিযোদ্ধাদের উদাসীন হয়ে বসে থাকলে চলবে না। বগুড়া শহরের নিশিন্দারায় গতকাল বিকাল সাড়ে ৩টায় বগুড়া সদর, গাবতলী ও আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি টি জামান নিকেতা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু প্রমুখ।

সর্বশেষ খবর