শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

নেতারা রাজনীতির বাইরে রাবিতে স্থবির ছাত্রলীগ

মর্তুজা নুর, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চলতি কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০১৭ সালের ডিসেম্বরে। মেয়াদ শেষ হওয়ার দুই বছর পার হলেও নতুন কমিটি দিতে পারেনি কেন্দ্রীয় ছাত্রলীগ। এদিকে মেয়াদোত্তীর্ণ ২৫১ সদস্য বিশিষ্ট কমিটির ভিতরে প্রায় ১৭০ জন সদস্য ক্যাম্পাস রাজনীতি থেকে বাইরে। এদের অনেকে চাকরিজীবী, ব্যবসায়ী, বিবাহিত, ড্রপ আউট। মেয়াদোত্তীর্ণ কমিটির অধিকাংশ পদধারী নেতা-কর্মীদের গত দুই বছর ধরে কোনো প্রোগ্রামে দেখা যায় না বলে অভিযোগ করেছেন খোদ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাধিক সহসভাপতি। এদিকে কমিটির নেতারা নিষ্ক্রিয় হওয়ার ফলে নতুন রাজনীতিতে আসা নেতাদের মধ্যে তৈরি হচ্ছে গ্রুপিং, সিটবাণিজ্য প্রবণতা, অভ্যন্তরীণ কোন্দল। আবার নতুন কমিটি না আসায় পদ পাচ্ছেন না কেউ। এ জন্য রাজনীতি ছেড়ে সরে যাচ্ছেন অনেকেই। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের মাধ্যমে দেখা গিয়েছে, মেয়াদোত্তীর্ণ কমিটিতে থাকা ৬৩ জন সহসভাপতির মধ্যে ছাত্রলীগ রাজনীতির বাইরে আছে ৩৭ জন, কমিটিতে থাকা ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্য থেকে বাইরে আছে আটজন, কমিটিতে থাকা ১০ জন সাংগঠনিক সম্পাদকের মধ্য থেকে বাইরে আছে দুজন, কমিটিতে থাকা ৬৪ জন সহ সম্পাদকের মধ্যে বাইরে আছে ৪২ জন, বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্বে থাকা ৫৯ জনের মধ্যে ক্যাম্পাস রাজনীতির বাইরে আছে ৪৪ জন। কমিটিতে থাকা ৪৫ জন সদস্যের ভিতরে ৩৪ জন ক্যাম্পাস ছাত্ররাজনীতির বাইরে অবস্থান করছে।রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন কর্মী জোবায়ের আহমেদ বলেন, ‘আমরা যারা প্রথম বর্ষ থেকে রাজনীতি করি তারা সবাই এখন চতুর্থ বর্ষে উঠে পড়েছি তারপরও নতুন কমিটি না হওয়ায় আমাদের কোনো পদ-পদবি নেই। এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কমিটি শিগগিরই দেওয়া হবে। আশা করছি নতুন নেতৃত্বে রাবি ছাত্রলীগ সব কিছু কাটিয়ে আরও উজ্জীবিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর