শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

হাসপাতাল ছাড়লেন কেরানীগঞ্জে আগুনে দগ্ধ পাঁচজন

নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে  দগ্ধদের পাঁচজন হাসপাতাল ছেড়েছেন। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের এইচডিইউ থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। তারা হলেন-আসলাম, সাজিদ, জাকির, বশির ও লাল মিয়া। এর আগে হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের অধ্যাপক ডা. বিধান সরকার কেরানীগঞ্জে অগ্নিদগ্ধ আটজন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন বলে  জানিয়েছিলেন। পরে বার্ন ইউনিটে খোঁজ নিয়ে জানা যায়, সিরাজ, সাখাওয়াত ও জিসানের শারীরিক অবস্থা পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় তাদের ছুটি দেওয়া হয়নি। এদের এইচডিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। আগুনে সিরাজের শরীরের ২১ শতাংশ, সাখাওয়াতের ২২ শতাংশ এবং জিসানের ১৭ শতাংশ পুড়ে যায়।

গত ১১ ডিসেম্বর কেরানীগঞ্জের চুনকুটিয়ায় প্রাইম প্লেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় অগ্নিকান্ডে  এ পর্যন্ত মোট ২২ জনের মৃত্যু হয়েছে। এখনো সোহাগ ও ফিরোজ নামে দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। দুজনেরই শরীরের ৫০ শতাংশের বেশি পুড়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর