শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

চমক দেখালেন নাদেল

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

চমক দেখালেন নাদেল

সব হিসাব-নিকাশ পাল্টে দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক থেকে এক লাফে তিনি সিলেট বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিকের দায়িত্বে আসীন হয়েছেন। কেন্দ্রীয় সম্পাদক পদে আলোচনার বাইরে থাকা নাদেলের নাম গত বৃহস্পতিবার ঘোষণা হওয়ায় বিস্মিত হয়েছেন অনেকেই। তবে ছাত্রলীগের রাজনীতি দিয়ে উঠে আসা তরুণ এই নেতা কেন্দ্রীয় দায়িত্ব পাওয়ায় খুশি তৃণমূলের নেতা-কর্মীরা। নাদেল ছাড়াও বৃহস্পতিবার সদস্য হিসেবে কেন্দ্রে জায়গা করে নিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক  হোসেন চৌধুরী। গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মেলনে শফিউল আলম চৌধুরী নাদেল ছিলেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী। সাধারণ সম্পাদক পদ পেতে তিনি জোর তৎপরতাও চালান। তার পক্ষে সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আবুল মাল আবদুল মুহিতও কেন্দ্রে সুপারিশ করেন। কিন্তু শেষ পর্যন্ত আরেক চমক দেখিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। মহানগরের সাধারণ সম্পাদক হতে না পারাটা ‘শাপে বর’ হয়ে দাঁড়ায় শফিউল আলম নাদেলের। ৫ ডিসেম্বর কোনো পদ না পেয়ে ভিতরে ভিতরে কিছুটা মুষড়ে পড়া অবস্থা ছিল তার। তখন হয়তো ভাবতেও পারেননি, তার জন্য কী চমক অপেক্ষা করছে। সেই চমক এলো গত বৃহস্পতিবার রাতে। ঢাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যখন দলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থানপ্রাপ্তদের নাম ঘোষণা করছিলেন, তখন সিলেটে থাকা নাদেল সাংগঠনিক সম্পাদক হওয়ার খবর পেয়ে গেছেন। তখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি পোস্ট দেন। এরপরই নাদেলের অনুসারীদের মধ্যে শোরগোল পড়ে যায়। সবাই ছুটে যান নাদেলের বাসায়। নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

১৯৯৩ সালে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ১৯৯৭ সালে সভাপতি হন শফিউল আলম নাদেল। এরপর সিলেট মহানগর আওয়ামী লীগে যুক্ত হন তিনি। প্রথমে মহানগরে শিক্ষাবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে হন একই শাখার সাংগঠনিক সম্পাদক। এবার চমক দেখিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হওয়া নাদেল বলছেন, কেন্দ্রে দায়িত্ব পাবেন এটা তিনি জীবনেও ভাবেননি। গতকাল নিজের ফেসবুক আইডিতে নাতিদীর্ঘ পোস্টে নাদেল লিখেন, ‘জীবনে কখনো ভাবিনি, আমার আদর্শের ঠিকানা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে সংযুক্ত হব। আমার প্রাণপ্রিয় নেত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমার মতো তৃণমূলের একজন নগণ্য কর্মীকে যে মূল্যায়ন করেছেন তাতে আমি উচ্ছ্বসিত, উজ্জীবিত।’ নাদেল বলছেন, তিনি দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাবেন। সংগঠনকে বিকশিত করার চেষ্টা করবেন বলেও তিনি মন্তব্য করেছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর