শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বেদখল জায়গা উদ্ধারে কঠোর অবস্থানে চসিক

সরকারি-বেসরকারি ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিঠি

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) বিভিন্ন এলাকায় অবৈধভাবে বেদখল হয়ে থাকা জায়গা উদ্ধারে কঠোর অবস্থান গ্রহণ করেছে। এ ব্যাপারে সরকারি-বেসরকারি ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত ‘চট্টগ্রাম সিটি করপোরেশন সম্পত্তিতে অবৈধ প্রবেশ বা দখলদারের বিরুদ্ধে নোটিস’ শীর্ষক একটি চিঠি দেওয়া হয়। নোটিস প্রাপ্তির সাত দিনের মধ্যে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ আছে, নগরের ৪১টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে দখল হয়ে আছে চসিকের জায়গা। যথাযথ তদারকির অভাবে স্থানীয় প্রভাবশালীরা এসব জায়গা দখল করে রেখেছে। এ নিয়ে চসিকের কঠোর কোনো তদারকি থাকে না। তবে বেহাত হতে যাওয়া জায়গাগুলো উদ্ধারে চসিকের ভূসম্পত্তি বিভাগ মাঝে মাঝে তৎপর হয়। বেদখলে থাকা জায়গা উদ্ধারে পরিচালিত হয় অভিযান। কিন্তু এসব কাজের কোনো ধারাবাহিকতা না থাকায় কার্যকর কোনো ফল আসে না। ফলে নগরের বিভিন্ন ওয়ার্ডে নানাভাবে বেদখল হয়ে যায় চসিকের সম্পত্তি। আর্থিকভাবে লোকসানে পড়ে সংস্থাটি,  বেহাত হয় সম্পত্তি। চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম বলেন, ‘আমরা চসিকের বেদখলে থাকা জায়গা উদ্ধারে সরকারি-বেসরকারি ১৮ জনকে চিঠি দিয়েছি। চিঠি প্রদানের সাত দিনের মধ্যে নিজ উদ্যোগে স্থাপনা অপসারণ বা জায়গা ছেড়ে দিতে বলা হয়েছে। অন্যথায় অভিযানের মাধ্যমে জায়গা চসিকের দখলভুক্ত করা হবে। তাছাড়া এ কাজে ধার্যকৃত অর্থ আইনের অধীনে আরোপিত কর হিসাবে দখলকারীর কাছ থেকে আদায় করা হবে।’  নোটিস দেওয়া সরকারি সংস্থার মধ্যে আছে চট্টগ্রাম ওয়াসা, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশ টেলিকমিউনিকেশন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর