শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আজ থেকে নতুন পথচলা শুরু করছে বনলতা

যুক্ত হচ্ছে কেবিন-কোচ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আজ থেকে নতুন পথচলা শুরু করছে বনলতা

রাজশাহী-ঢাকা রুটে একমাত্র বিরতিহীন আন্তনগর ট্রেন বনলতা এক্সপ্রেসে যুক্ত হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কেবিন কোচ। এ ছাড়া এসি চেয়ার কোচ পাচ্ছে আরও দুটি। আট মাস আগে উদ্বোধন হলেও এত দিন এসি কেবিন সুবিধা ছিল না বনলতা এক্সপ্রেসে। তবে এ সুবিধা পাওয়ার দাবি ছিল শুরু থেকেই। ইন্ডিয়ান (এলএইচবি)  রেকসহ বাড়তি এ সুবিধা নিয়ে বনলতা এক্সপ্রেস তার নতুন পথচলা শুরু করতে যাচ্ছে আজ শনিবার থেকে। পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনের ইন্দোনেশিয়ান রেকের (ট্রেনের সব কোচ মিলে একটি রেক) ছিল শেষ যাত্রা। এরপর শুক্রবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন সকালে ইনকা রেকটি চলে যাবে পার্বতীপুরে। আর নীলফামারী-ঢাকা রুটে চলাচলকারী নীলসাগর এক্সপ্রেসের এলএইচবি রেকটি চলে আসবে রাজশাহীতে। যাত্রীদের যাতে কোনো দুর্ভোগ সৃষ্টি না হয় সে বিষয়টি  রাখা হচ্ছে মাথায়। আর তাই বনলতার কোচ অদল-বদলের জন্য নির্ধারণ করা হয়েছে ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার। সবকিছু ঠিক থাকলে আজ (শনিবার) থেকে এলএইচবি রেক নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে রাজশাহী-ঢাকা রুটের বিরতিহীন আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেস।

গত ২৫ এপ্রিল রাজশাহী-ঢাকা রুটে চলাচল শুরু করে বনলতা এক্সপ্রেস। এ রুটে এটিই প্রথম বিরতিহীন আন্তঃনগর ট্রেন। গত ১৭ জুলাই থেকে ট্রেনটির চলাচল চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর